ভর্তির নিয়মাবলী

এডমাস মাল্টিমিডিয়া’ এর অফিস থেকে মাত্র ৫০ টাকার বিনিময়ে ভর্তি ফর্ম সংগ্রহ পূর্বক তা পূরণ করে নিম্নের কাগজ 

০১. ২ কপি দের ইঞ্চি বাই দের ইঞ্চি সাইজের ছবি,
০২. জন্ম নিবন্ধনের সনদপত্রের ফটোকপি ১ (এক) কপি।
০৩. এস. এস.সি এর সনদপত্রের ফটোকপি ১ (এক) কপি অথবা
প্রবেশ পত্রের ফটো কপি ১ (কপি)।
-সহ অফিস এ জমা দিতে হবে।

প্রশাসনিক নিয়ম

সকল ক্ষেত্রেই ‘এডমাস মাল্টিমিডিয়া’র পরিচালক অধক্ষ ও কোর্স সমন্নয়কারীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ক্লাস রুটিন

ছাত্র-ছাত্রীদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে ক্লাসএর সময় সূচী নির্ধারণ করা হবে। সপ্তাহে ৫(পাচ) দিন (সরকারী ছুটি ব্যতিত) প্রতিদিন ১(এক) ঘন্টা প্রাকটিক্যাল। সপ্তাহে ১(এক) দিন ২(দুই) ঘন্টা তত্ত্বীয় ক্লাস।

চাকুরী  পেশাজীবীদের সুবিধার্থে তাদের অফিস টাইম শেষে বৈকালিক  সান্ধ্যকালীন বিশেষ সময় সূচী নির্ধারণ করা যাবে।

Scroll to Top